রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে
” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় |২৫মে ২০২৫ রবিবার সকাল ১১টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে। দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজ অধ্যক্ষ জাকির হোসেন অতিথি বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী কমিটির সহ সভাপতি আবুসাহনসা ইকবাল, দুর্নীতি বিরোধী কমিটির সম্পাদক প্রশান্ত বসাক,অধ্যাপক ইসমাইল হোসেন,কমিটির সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ রায়, কমিটির সদস্য জোতিষ চন্দ্র রায়, বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আলমগীর হোসেন। বির্তকের বিষয় ছিল“রাজনৈতিক সদ ইচ্ছাই পারে দুর্নীতি সহনীয় পর্যায়ে রাখতে “।
নিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন। এতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আলিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়,পাইলট উচ্চ বিদ্যালয়, কেন্দ্রীয় হাই স্কুল । বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্প্রিয়ন হন কেন্দ্রীয় হাই স্কুল, রানার আপ রাণীশংকৈল সরকারি উচ্চ বিদ্যালয়।