Breaking News

রাণীশংকৈলে ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

 

রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (২৪ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে ৭ টি প্রতিষ্ঠানের মালিককে ৯১ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ-দৌলা। জানা গেছে ড্রাগ লাইসেন্স না থাকা পণ‌্যের মোড়ক, অনুমোদনহীন ওষুধ বিক্রয়, গো খাদ্যের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে পৌর শহরের চাঁদনী এলাকার মেসার্স কোহিনুর ভেটেরিনারি ফার্মেসিকে ৬ হাজার টাকা, ডাবতলী এলাকার মেসার্স আংগুর ভেটেরিনারি মেডিসিন ফার্মেসিকে ৩ হাজার টাকা,মডেল স্কুল সংলগ্ন মেসার্স পশু স্বাস্থ্য ফার্মেসিকে ৩ হাজার ও নেকমরদ বাজারের মেসার্স পার্থ ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে নেকমরদ এলাকার মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশনকে ৩০হাজার টাকা ও কাতিহার এলাকার মেসার্স চেয়ারম্যান ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকাসহ ওই এলাকার মেসার্স আরবিবি ইটভাটাকে ইটের সঠিক মাপ না থাকার অপরাধে ২০ হাজার টাকাসহ মোট ৭ প্রতিষ্ঠানকে ৯১ টাক জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা কালে রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.রুপম চন্দ্র মহন্ত, ভেটেরিনারি সার্জন ডা.রমেন চন্দ্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা এ এস এম মাসুম-উদ-দৌলা জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকির জন্য জনস্বার্থে সমগ্র জেলায় এ অভিযান চলমান থাকবে।

 

Please follow and like us:
Pin Share

About admin

Check Also

রাণীশংকৈলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে ” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে-ঠাকুরগাঁওয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email