রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২১ মে ২০২৫ রোজ বুধবার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মৃত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলী ওরফে শিন্নি খওয়ার ছেলে।
স্থানীয়রা জানান,ঘটনার দিন বুধবার দুপুরে কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করতেছিলেন। এ সময় হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে তিনি বজ্রপাতের শিকার হন। বজ্রাঘাতে তার মাথার কিছু অংশ পুড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।