Breaking News

রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও আশপাশের এলাকাজুড়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৮ মে ২০২৫ ইং রোজ রবিবার বিকেল সাড়ে ৫টায় এ ঝড়-বৃষ্টি শুরু হয়। জানা গেছে কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড়ি ও আধাপাকা ভবনের শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ, ভেঙে পড়েছে অসংখ্য গাছের ডালপালা। ঝোড়ো বাতাসে আম,লিচু,ভুট্টা, গম ও ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে গেছে। এ কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঝড়-বৃষ্টি পৌরসভাসহ সমগ্র উপজেলা ও আশপাশের এলাকায় প্রায় ৪০ মিনিট ধরে বয়ে যায়। এ সময় মহাসড়কে গাছপালা ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। কাতিহার, গাজিরহাট আঞ্চলিক সড়কে গাছ উপড়ে পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌর এলাকা ও নন্দুয়ার ইউনিয়নে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম মুঠোফোনে জানান, ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ মাঠ পর্যায়ে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। আগামীকাল সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Please follow and like us:
Pin Share

About admin

Check Also

রাণীশংকৈলে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

  রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email