নিজস্ব প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঝড় ও বৃষ্টিতে জামগাছ ভেঙে বসতঘরের উপর পড়ে আক্তারা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সানজিদা আক্তার। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তিনুয়া হঠাৎ পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আক্তারা একই গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ঘরের পাশে থাকা জামগাছ বিছানায় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান আক্তারা বেগম। এ ছাড়া গৃহবধূর আহত মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ দুর্ঘটনায় অতিরিক্ত দ্বায়িত্বে থাকা ইউএনও শাফিউল মাজলুবিন রহমান জানান উপজেলা পরিষদের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হবে।