Breaking News

রাণীশংকৈলে সরকারি ভিজিএফ চাল উদ্ধার,আটককৃত দুই জনের এক মাসের জেল

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। ঈদ উপলক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে দুস্থ ও গরিব মানুষের মাঝে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রণালয়। সরকারের বরাদ্দ এই চাল নিয়ে বিভিন্ন জায়গায় কারসাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেবু লালের হাস্কিং মিলের গোডাউনে অভিযান চালিয়ে এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, আসামিদেরকে এদিনই রাত ৯টায় জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

Please follow and like us:
Pin Share

About admin

Check Also

রানীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email