Breaking News

রানীশংকৈলে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি অর্থবছরে গ্রীষ্মকালীন মুগ ডাল ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। কার্যক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস জানায় চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচিতে ২২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

 

Please follow and like us:
Pin Share

About admin

Check Also

রানীশংকৈলে ভুট্টা চাষে ভালো ফলন হওয়ার সম্ভাবনা

  রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় প্রতি বারের ন্যায় এ বছরও ব্যাপকভাবে ভুট্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email