Related Articles
রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে
রানীশংকৈলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১৭ই মার্চ ২০২৫ইং রোজ সোমবার সকালে উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চুরি,ধর্ষণ, বাল্যবিবাহ,নারী নির্যাতন রোধ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মুসা কলিমুল্লাহ,থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক,বিজিবি ক্যাম্প নায়েক সুবেদার মোজ্জাম্মেল, ধর্মগড় ক্যাম্প নায়েক সুবেদার মমিন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও আতিকুর রহমান বকুল,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পি ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশীদ শাওন ও গ্রাম্য কো-অডিনেটর রশিদা আকতার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।